• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
মাফিয়ারা নদী দখল করে গোষ্ঠীস্বার্থ হাসিল করেছে: তথ্য উপদেষ্টা
মাফিয়ারা নদী দখল এবং পরিবেশ ধ্বংস করে গোষ্ঠীস্বার্থ হাসিল করেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্য উপদেষ্টা বলেন, মাফিয়ারা নদী দখল করে এবং পরিবেশ ধ্বংস করে গোষ্ঠীস্বার্থ হাসিল করেছে। আবরার ফাহাদ নদী নিয়ে কথা বলতে গিয়ে ফ্যাসিস্টদের হাতে শহীদ হয়েছে। নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে। তিনি বলেন, বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে নদীর সম্পর্ক। স্বাধীনতা সংগ্রামে আমাদের স্লোগান ছিল ‘পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা’। ঢাকার চতুর্দিকে চারটা নদী রয়েছে, এই নদীগুলোকে মাথায় রেখে নগর পরিকল্পনা করতে পারলে তা জনবান্ধব হতো। তিনি আরও বলেন, আমরা যাতে দখলদারদের প্রতিহত করতে পারি সেজন্য রূপরেখা প্রণয়ন করা হবে। দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি রূপরেখা প্রণয়নে সবার সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, নতুন করে যে সংবিধান লেখা হবে তাতে পরিবেশ রক্ষায় বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হবে। উন্নয়ন ফ্যাসিস্টদের শব্দ। উন্নয়নের কথা বলে তারা আমাদের গণতন্ত্র হরণ করেছে, পরিবেশ ধ্বংস করেছে। তিনি বলেন, আমরা দেখি হাওরের রাস্তায় আলপনা আঁকা হয়, পরে সেই রং গিয়ে পানিতে পড়ে এতে অনেক মাছ মারা যায়, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। সে বিষয়ে কথা বলা লোকের সংখ্যা বর্তমান সমাজে একেবারেই কম। তাই নদী দখলকারীদের বিরুদ্ধে নতুন করে আইন করা যায় কি না সেটা ভেবে দেখা হচ্ছে। আরটিভি/এফএ
২৯ অক্টোবর ২০২৪, ২৩:০২

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে
ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বাড়ছে এবং ফের জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। তবে খবরটি পুরোপুরি সত্য নয় এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃষ্টির কারণে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ৩৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর আগে, ভারতীয় উজানের পানির কারণে এই বন্যার সৃষ্টি হয়। সর্বশেষ গত আগস্টের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত তৃতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনীর সবকটি উপজেলা। পানিবন্দি ছিল ১২ লক্ষাধিক মানুষ। বন্যায় ২৯ জনের প্রাণহানি হয়েছে।
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮

ফেনীতে নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৫ গ্রাম প্লাবিত
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে ও ভারত থেকে নেমে আসা পানির চাপে ফেনীর মুহুরী নদীর পানি ফের বিপদ সীমার ২৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সম্প্রতি বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে না উঠতেই ফের বন্যার মারাত্বক ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ।  এদিকে, ফুলগাজী বাজারেও হাঁটু পরিমাণ পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা, ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চলাচলে। ভারত থেকে নেমে আসা উজানের পানি ও অতিবৃষ্টির কারণে মুহুরী কহুয়া ও সিলোনীয়া নদীতে পানি বাড়তে শুরু করেছে। পরশুরামের শালধর এলাকায় পাহাড়ি পানির চাপে মুহুরী নদীর পূর্বের ভাঙনকৃত এলাকায় আবারও ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি। শুক্রবার (২ আগস্ট) ভোরে এই স্থান ভেঙ্গে পানি ঢুকতে দেখা যায়। পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া শমসের গাজী দক্ষিণ পাশে সাতকুচিয়া এলাকায় বাঁধ ভেঙ্গে সাতকুচিয়া লোকালয়ে পানি ঢুকছে। এ ছাড়াও মুহুরী নদীর বাঁধে টেটেশ্বর, সত্যনগর ও মির্জানগর এলাকায় ভাঙন দেখা দেয়। স্রোতের বেগে পানি ঢুকছে লোকালয়ে। পানি উন্নয়ন বোর্ড বন্যা পরবর্তী ভাঙনকৃত স্থানগুলো নামমাত্র মেরামত করায় একই স্থানে বারবার ভাঙনের সৃষ্টি হচ্ছে। প্রত্যেক বছরই ৩/৪ বার ফুলগাজী ও পরশুরামের মানুষ নদীর বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস খামার ও বীচতলা। বন্যা পরবর্তী কৃষকরা নতুন করে আমনের বীজ লাগানোর পরই তা বন্যার পানিতে ডুবে গেছে। এদিকে, গত জুন মাসে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিসম্পদ প্রতিমন্ত্রী মুহুরী নদীর সংস্কার ও স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ২ মাসের মধ্যে আবারও বন্যা হওয়ায় অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি করে আসছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
০৩ আগস্ট ২০২৪, ১২:২৭

পরশুরামে মুহুরী নদীর বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি
গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর পানি আবারও বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত মাসে বন্যার ক্ষয় ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।  শুক্রবার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলগাজী বাজারেও হাঁটু পরিমাণ পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।  স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টির কারণে মুহুরী নদী, কহুয়া নদী ও সিলোনীয়া নদীতে পানি বাড়তে শুরু করেছে। পরশুরামের শালধর এলাকায় পাহাড়ি ঢলে আবারও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শুক্রবার ভোরে একই স্থানে ভেঙে পানি ঢুকতে দেখা যায়। পানি উন্নয়ন বোর্ড বন্যা পরবর্তী ভাঙনকৃত স্থানগুলো নামমাত্র মেরামত করায় আবারও এই ভাঙনের সৃষ্টি হয়েছে। বার বার ফুলগাজী ও পরশুরামের মানুষ নদীর বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী টেকসই বাধ নির্মাণের দাবি করে আসছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।  এ দিকে ফেনী শহরেও রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানিতে যান চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
০২ আগস্ট ২০২৪, ২৩:৫৯

নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান সারওয়ার মাহমুদ
জাতীয় নদী রক্ষা কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের সাবেক গ্রেড-১ কর্মকর্তা সারওয়ার মাহমুদ। তাকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মার্চ) থেকে এ বিষয় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । ‘জাতীয় নদী রক্ষা কমিশন আইন, ২০১৩’এর ৫(২) ও ৫(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে  প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য (অতিরিক্ত সচিব) শেখ মো. শরীফ উদ্দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারওয়ার মাহমুদকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি গ্রেড-১ পদে পদোন্নতি পান। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তিনি অবসরে যান।
২৪ মার্চ ২০২৪, ২৩:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়